ডেস্ক : আগামী ডিসেম্বর মাসে দেশের সব পৌরসভায় সাধারণ নির্বাচনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে প্রস্তুতি নিতে ইসি সচিবালয়কে নির্দেশনা দিয়েছে কমিশন।
সম্প্রতি, কমিশনের এক সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় এজেন্ডার বাইরে গিয়ে আলোচনায় ডিসেম্বরে পৌরসভায় সাধারণ নির্বাচন আয়োজনে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।
সারা দেশে তিন শতাধিক পৌরসভা রয়েছে। সর্বশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর দেশের ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বেশির ভাগ পৌরসভায় ২০১৬ সালের জানুয়ারিতে শপথ নেন মেয়র ও কাউন্সিলররা।
প্রসঙ্গত, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে পৌরসভাগুলোর তথ্য সংগ্রহ করছে ইসি সচিবালয়। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পৌরসভাগুলোর বর্তমান পরিষদের মেয়াদ, নির্বাচন আয়োজনে জটিলতা আছে কি না- এসব তথ্য জানতে চিঠি দিতে যাচ্ছে কমিশন। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।