চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশ পৃথক স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৪ পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
জানা যায়, গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই হরিদাস সরকারের নেতৃত্বে একদল পুলিশ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসুল্লা গ্রামের মৃত আলম উল্লার পুত্র মর্তুজ আলী (৩০), ওই এলাকার মৃত গফুরের পুত্র আঃ ছালাম (৩০) ও একই এলাকার হরিচরন রিকিয়াসন এর দুই পুত্র রাম রিকিয়াসন (৩০) ও রামজিৎ রিকিয়াসন (২৭) কে লালচান্দ চা বাগান এলাকা থেকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে পুলিশ।
পরে দুপুর ১২টার দিকে হবিগঞ্জ জেল হাজতে তাদের প্রেরণ করা হয়। অন্যদিকে চুনারুঘাট থানার এএসআই সুদ্বীপ ও এএসআই সাজিদের নেতৃত্বে বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশ বাল্লারোড নামক স্থান থেকে বন মামলার পলাতক আসামী জুলহাস (২৫) কে গ্রেফতার করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ৭/৮টি বন মামলার গ্রেফতারী পরোয়ানা ছিল। গতকাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে তাদেরকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।