নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জের সুতাং বাজারে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ও আইন-শৃঙ্খলার উন্নয়নে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে আব্দুল মতিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ ইয়াছিনুল হক।
উপস্থিত ছিলেন হাজী মুক্তার হোসেন, ইসহাক আলী সেবন, শফিক মিয়া, আব্দুল মালেক, ফারুক মিয়া মেম্বার, সিরাজ মিয়াসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি বলেন, পুলিশ জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছে। অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে। কমিউনিটি পুলিশিং কমিটির কার্যক্রমকে আরো গতিশীল করে আইন-শৃঙ্খলার উন্নয়নে আরো বেশী ভূমিকা রাখতে অচিরেই সবাইকে নিয়ে থানার সামনে সভা করা হবে।