নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সবার প্রিয় বি. এম ফার্মেসীর মালিক প্রণব পাল আর নেই। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৫ বছর।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত তিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন ছিলেন।
প্রণব পাল ছিলেন- শায়েস্তাগঞ্জ কেমিস্ট্র এন্ড ড্রাগিস্ট্র সমিতির সাধারন সম্পাদক এবং একজন সাংস্কৃতিক সংগঠক।
নিহতের পারিবারিক সূত্র জানায়, মৃত্যুকালে স্ত্রী, ৩ সন্তান রেখে গেছেন।