বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১ নং ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর চতুরঙ্গ রায়ের পাড়ায় মামলা সংক্রান্ত বিষয় কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রিপন চৌধুরী এবং মাহমুদ চৌধুরী নামের দুই ব্যাক্তি গুরুতর আহত হয়েছেন।
আজ ১৯ আগস্ট আনুমানিক সকাল ১১ ঘটিকায় এই ঘটনা ঘটে।
এলাকা বাসী সূত্রে জানা যায় উপজেলার চতুরঙ্গ রায়ের পাড়া গ্রামের বাসিন্দা নজীর ঠাকুরের সাথে একই গ্রামের রিপন চৌধুরী এবং মাহমুদ চৌধুরীর সাথে পূর্বের একটি মামলা চলিতেছে মামলা নং ( ১০৮৫/১৭)।
আজ সকালে রিপন চৌধুরী এবং মাহমুদ চৌধুরী কে বাড়ির সামনে দেখে নজীর ঠাকুরের স্ত্রী হুসনা ঠাকুর অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
রিপন চৌধুরী গালিগালাজের প্রতিবাদ করলে নজীর ঠাকুরের দুই ছেলে রানা ঠাকুর (২২) ও রাকু ঠাকুর ( ১৯)এবং স্ত্রী হুসনা ঠাকুর (৪৫) মাহমুদের উপর হামলা চালায়।এতে রিপন চৌধুরী এবং মাহমুদ চৌধুরী গুরুতর আহত হয়।
আহত অবস্থায় রিপন এবং মাহমুদ চৌধুরী কে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এই বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান ঘটনার খবর পাওয়া মাত্র এস.আই আঃসাত্তার এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে।
এই বিষয়ে এস.আই আঃসাত্তার এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয় তদন্ত করে এসেছি, কেউ অভিযোগ দায়ের করেনি অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডি/দৈনিক শায়েস্তাগঞ্জ/এস এইচ