বানিয়াচং প্রতিনিধি: বানিয়াচংয়ে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বানিয়াচং উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি।
এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমীর হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন ও হাসিনা আক্তার, ওসি ইমরান হোসেন, সহকারী কমিশনার ভূমি ইফাত আরা জামান উর্মি, পি আইও মলয় কুমার দাস, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু ও শাহজাহান মিয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আহাদ মিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শেখ শাহ নেওয়াজ ফুল, যুবলীগ বানিয়াচং উপজেলা সভাপতি রেখাছ মিয়া, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন খান, সদস্য জসিম উদ্দিন, ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান মামুন, শ্রমিক লীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ, তরুণ লীগ, প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বানিয়াচং উপজেলা শাখার পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
দিলোয়ার/দৈনিক শায়েস্তাগঞ্জ/টিটু