আনোয়ার হোসেন মিঠু,নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমানের নির্দেশনায় সেকেন্ড অফিসার সমিরন দাসের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
শুক্রবার বিকেলে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের মৃত আলীম উল্লার পুত্র আবু তাহিদ মিয়া (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এনাতাবাদের ভাঙ্গারপুল ব্রিজ নামক স্থান থেকে আবু তাহিদ মিয়াকে ৪৪ পুটলা গাজাসহ গ্রেফতার করা হয়।
তাৎক্ষণিক গ্রেফতারের খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ মাসের কারাদন্ড এবং ৫ শত টাকা অর্থদন্ড প্রদান করেন। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন, গ্রেফতারকৃত আবু তাহিদ মিয়াকে ৪ মাসের জেল এবং ৫ শত টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। আবু তাহিদের কাছ থেকে উদ্ধারকৃত গাজা আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।
মিঠু/দৈনিক শায়েস্তাগঞ্জ/এস এইচ