আকিকুর রহমান রুমন, বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে সড়ক পরিবহনে যাত্রী হয়রানী বন্ধের জন্য কঠোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান।
এছাড়া রাস্তার উপর যত্রতত্র সিএনজি ও টমটমের স্ট্যান্ড বসিয়ে পথচারী ও নাগরিকদের দূর্ভোগ বন্ধ ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করার জন্য কঠোর নির্দেশ প্রদান করেছেন।
বানিয়াচং উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক মিটিংয়ে প্রধান অতিথি‘র বক্তব্য প্রদানকালে এই কঠোর হুশিয়ারি প্রদান করেন বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি,উপজেলা আইন শৃঙ্খলা কমিঠির উপদেষ্টা সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
যাত্রী সাধারনের অভিযোগের প্রেক্ষিতে আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা অভিযোগে করেন, হবিগঞ্জ-বানিয়াচং,বানিয়াচং-নবীগঞ্জ রোডে সিএনজি অটোরিকশা ও অন্যান্য যাত্রীবাহি পরিবহনে বেশি ভাড়া ও স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহন ও যাত্রীদের সাথে দূর্ব্যবহার করা হয়।
এছাড়া ও রাস্তার উপরে যত্রতত্র টমটম ও সিএনজি‘র স্ট্যান্ড বসিয়ে পথচারীদের দূর্ভোগ সৃষ্টি করার ও অভিযোগ করা হয়।
যাত্রী সাধারনের দূর্ভোগ বন্ধ করা ও আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি উন্নতির জন্য ও সংশ্লিষ্টদেরকে সংসদ সদস্য নির্দেশ প্রদান করেছেন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি,বানিয়াচং থানা ইনচার্জ এমরান হোসেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমীর হোসেন,ইউএইচও আবুল হাদী মোঃ শাহ পরান,মুক্তিযোদ্ধা আব্দুল খালেক,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা,খাদ্য কর্মকর্তা খবির উদ্দিন,প্রকল্প কর্মকর্তা মলয় কুমার দাশ,ইউপি চেয়ারম্যান শামসুল হক,গিয়াস উদ্দিন,আহাদ মিয়া,ওয়ারিশ উদ্দিন খান,রেখাছ মিয়া,লুৎফুর রহমান,শাহ শওকত আরেফীন সেলিম,হাবিবুর রহমান,মোতাহের মিয়া,ঝন্টু দাশ প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউপির চেয়ারম্যানগন ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।