চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে ২টি খাবারের দোকান ও ২টি রড সিমেন্টের দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে। গতকাল সোমবার দুপুরে চুনারুঘাট শহরের মধুমেলা মিষ্টির দোকানে লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও বিক্রি করার অপরাধে ৩ হাজার টাকা, একই অপরাধে উপজেলা রোডের আল-মিনার হোটেলকে ২ হাজার এবং লাইন্সেনবিহীন রড সিমেন্ট বিক্রির অপরাধে তাহা এন্টারপ্রাইজ ও সুমা এন্টারপ্রাইজ প্রত্যেকে ১ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম। তাকে সহায়তা করেন চুনারুঘাট থানার এসআই হরিদাসসহ একদল পুলিশ।