বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৩ নং বহরা ইউনিয়নে অবস্থিত সোনাই নদী।সোনাই নদীর মনতলার ব্রীজ সংলগ্ন পশ্চিমের বাঁধটি নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
বাঁধটি দিয়ে হাজারো মানুষের অবাধ চলাচল। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাঁধটিতেই বড় বড় ফাটল ধরেছে। বাঁধটি অনেকাংশেই নদী গর্ভে তলিয়ে গেছে।
ফলে, এলাকাবাসী সহ মশুরী খোলা দরবার শরীফের গঙ্গানগর খানকা শরীফ এলাকায় ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে।অত্র এলাকার সাধারণ মানুষ উদ্দেগ আর আতংকে দিন কাটাচ্ছেন। যেকোন সময় পাহাড়িয়া নদীতে একটু ভারী বৃষ্টি হলেই ধানি জমি,বাড়ী-ঘর সহ পুরো এলাকা লন্ড-ভন্ড হয়ে যেতে পারে।
এ থেকে বাচার জন্য জরুরীভাবে ব্যবস্থা গ্রহন করা না হলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখিন হতে হবে।
এ বিষয়ে কথা হয় বহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আলাউদ্দিনের সাথে, তিনি জানান সোনাই নদীর মনতলা ব্রীজ সংলগ্ন
পশ্চিম পাড়ের বাঁধটি অনেকাংশেই নদীর ভিতরে চলে গেছে,ও ফাটল দেখা দিয়েছে বৃষ্টি হলে পাড়ের বাঁধ ভেঙ্গে নদীতেই মিশে যাবে।
তখন সোনাই নদীর পানিতে সারা গ্রাম তলিয়ে যেতে পারে। আমি এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।