বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ই আগস্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক, বানিয়াচং থানার ওসি এমরান হোসেন, ইউএইচও আব্দুল হাদী মোঃ শাহ্ পরান, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানা, উপজেলা প্রকল্প কর্মকর্তা মলয় কুমার দাস, উপজেলা আওয়ামী লীগ কোষাধ্যক্ষ ও বাজার কমিটির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শেখ শাহনেওয়াজ ফুল, ও সাবেক জি এস ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন, হিন্দু, বোদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা বিপুল ভূষণ রায়, ইমাম সমিতির নেতা আতাউর রহমান, শিক্ষক সমিতির নেতা আলী রহমান ও শফিকুল আলম খান মূসা।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাধারণত সম্পাদক খলিলুর রহমান খলিল, সাংবাদিক তাপস হোম প্রমুখ।
সভায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালনের জন্য বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধকল্পে স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের অনুষ্ঠান পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
রুমন/দৈনিক শায়েস্তাগঞ্জ/এস এইচ