বানিয়াচং প্রতিনিধি
পারিবারিক কলহের জের ধরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় স্বামীর লাথির আঘাতে স্ত্রী জলি আক্তারের (২৬) মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ঘাতক জায়েদ মিয়াকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, জায়েদ ও তার স্ত্রী জলি বানিয়াচং উপজেলার মথুরাপুর গ্রামের বাসিন্দা। পারিবারিক দ্বন্দ্বে দু’দিন আগে ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীর পেটে লাথি মারেন জায়েদ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনগত রাতে জলি অসুস্থ হয়ে পড়লে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে।
ঘাতক জায়েদকে আটক করা হয়েছে। এনিয়ে তদন্ত চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।