নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে লিপি রাণী দাশ (১৩) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। সে মঙ্গল দাশের মেয়ে শুক্রবার (৭ আগস্ট ) সকাল ৯ টায় পৌরসভার শ্যামলী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
লিপির মা জানান, প্রায় এক বছর থেকে রনজিত সরকার (১৭) নামের এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিলো আমার মেয়ের। বিষয়টি আমরা জানতে পেয়ে নিষেধ দেয়ার পরও দুজন সম্পর্ক বাদ দেয় নাই। গতকাল বৃহস্পতিবার থেকে আমার মেয়ে বলছিলো কিছু ভালো লাগছে না।
তিনি আরও বলেন, আমি অন্যর বাসায় কাজ করি। প্রতিদিনের মতো আজকেও সকালে আমি আমার মেয়েকে বাসায় রেখে যাই। তবে আমি বাসায় ফিরে এসে দেখি দরজা বন্ধ। তখন জানালা দিয়ে আমি আমার মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে আমার চিৎকার শুনে স্থানীয়রা এসে আমার মেয়েকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।