দিলোয়ার হোসাইন ,বানিয়াচং থেকে: ২০২২ যুব বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সদ্য অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের ৪৫ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে।প্রাথমিক দলে সুযোগ পাওয়া ৪৫ জনের মাঝে হবিগঞ্জ জেলার প্রতিনিধি রয়েছে ৩ জন। দলে সুযোগ পাওয়া হবিগঞ্জ জেলার ৩ জনের একজন বানিয়াচং উপজেলার অন্তর্গত জাতুকর্ণপাড়ার মতিন মিয়ার দ্বিতীয় সন্তান মুস্তাকিম মিয়া।
মুস্তাকিম খুব ছোট থেকেই পড়াশুনার পাশাপাশি ক্রিকেটকে খুব বেশি আপন করে নিয়েছিল।খেলাধুলাতে সময় দিতে গিয়ে দুই বছর পড়াশুনায় গ্যাপ পড়ে মুস্তাফিজের।সে ডাঃ ইলিয়াস একাডেমীতে ৮ম শ্রেনীতে পড়াশুনা করে।
মুস্তাকিমের বড় ভাই পড়াশুনা বিসর্জন দিয়ে প্রবাসে পাড়ি জমিয়েছিল এইসএসসি পর্যন্ত পড়াশুনা করে।উদ্দেশ্য ছিল পরিবারকে সচ্ছল করা ও ছোট ভাইকে এক সময় জাতীয় পর্যায়ের ক্রিকেটার হিসেবে গড়ে তোলা।ক্রিকেটের প্রতি মননিবেশ বেশি থাকায় মুস্তাকিমকে হবিগঞ্জের টাইগার ক্রিকেট একাডেমীতে ভর্তি করা হয়।
মূলত হবিগঞ্জের টাইগার ক্রিকেট একাডেমী থেকেই তার ক্রিকেটার হওয়ার স্বপ্ন যাত্রা শুরু হয়। তারপর দ্রুতই ভাল খেলার সুবাদে সুযোগ হয় অনূর্ধ্ব ১৮ পর্যায়ে সিলেট বিভাগের হয়ে খেলার।
সিলেটের হয়ে ভালো খেলে বিসিবি’র নজরে আসে মুস্তাকিম।এরই সুবাদে বিসিবি ঘোষিত ৪৫ জনের প্রাথমিক দলে সুযোগ পেলো মুস্তাকিম।ভাগ্য আরও ভালো হলে হয়ত ৩০ জনের চূড়ান্ত দলেও সুযোগ হবে মুস্তাকিমের।
অনূর্ধ্ব ১৯ এর প্রাথমিক দলে সুযোগ পেয়ে মুস্তাকিম বলেন, আল্লাহ আমার স্বপ্নকে বাস্তব করার সুযোগ দিয়েছেন।যদি চূড়ান্ত দলে সুযোগ পাই তাহলে নিজের সেরাটা দিয়ে খেলে বানিয়াচংবাসীর নাম উজ্জল করব ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন।
টাইগারদের অনূর্ধ্ব ১৯ দলে জাতুকর্ণপাড়ার মুস্তাকিম সুযোগ পাওয়ায় বানিয়াচঙ্গের বর্তমান ও সাবেক অনেক ক্রিকেটারই তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
বানিয়াচং ক্রিকেট ক্লাব(বিসিসি)’র সাবেক অধিনায়ক ও বানিয়াচং ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় কাওছার আহমেদ বলেন, মোস্তাকিম অনেক প্রতিভাবান খেলোয়াড়।সে তার পরিশ্রম ও একাগ্রতার জন্যই এতদূর আসতে পেরেছে।আশাকরি মুস্তাকিম একদিন অনেক দূর যাবে।
বানিয়াচং ক্রিকেট ক্লাব(বিসিসি)’র অধিনায়ক বর্তমান সময়ের অন্যতম সেরা পেসার খোকন আহমেদ বলেন, মুস্তাকিম অসাধারণ একজন বোলার।তার বোলিংয়ে গতি আছে। পাশাপাশি বামহাতি বোলার হওয়ায় বোলিংয়ে ভাল বৈচিত্রও আছে।তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন মুস্তাকিম অনূর্ধ্ব ১৯ পর্যায়ে বেশ ভাল করবে।
দিলোয়ার/দৈনিক শায়েস্তাগঞ্জ/টিটু