মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে অসহায় এক পরিবারের ভুমি জোর করে দখলের চেষ্টা করছে প্রভাবশালীরা। দীর্ঘদিন চেষ্টা করে জায়গা দখল করতে না পেরে এক মহিলাকে নির্যাতন করে এলাকা ছাড়ার হুমকি দিয়েছে তারা। এ ঘটনায় জায়গার মালিক একটি মামলা দায়ের করেছেন। মামলা সুত্রে জানা যায়, উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের (মুড়া পাড়া) গ্রামের মৃত মহরম আলীর ছেলে দুধ মিয়ার ৪ শতক জায়গা জোর করে দখল করার চেষ্টা করছে একই গ্রামের মৃত আঃ হাকিমের ছেলে বাবু মিয়া ও তার লোকজন।
দীর্ঘদিন যাবত তারা জায়গা দখল করার চেষ্টা করে ব্যাথ হয়ে গত ১৬ এপ্রিল রাতে জায়গার মালিক দুধ মিয়ার মেয়ে সুমা আক্তার প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের বাইরে গেলে বাবু মিয়া ও তার লোকজন সুমা আক্তার কে মারপিট করে শ্লীলতাহানী করে। এ সময় সুমার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বাবু মিয়ার ও তার লোকজন পালিয়ে যায়।
পরদিন বাবু মিয়া ও তার লোকজন হুমকি দিয়ে বলে আমাদের নামে জায়গা দে না হলে পরিনতি খুব খারাফ হবে। তাদের কে এলাকা ছাড়ার হুমকি দেয়। এ ঘটনায় দুধ মিয়া গত শনিবার রাতে বাবু মিয়া সহ ৬ জন কে আসামী করে থানায় একটি মামলা দায়ের করে।