নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের শিবগঞ্জ বাজারের পাশে উমরপুর হাসপাতাল নামক স্থানে বানিয়াচং উপজেলার বরইউরি ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হলদারপুর গ্রামের বাসিন্দা কামাল মিয়াকে (৩৫) কুপিয়ে হত্যার প্রতিবাদে ও ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় হলদারপুর গ্রামবাসী ও সর্বস্তরের জনগণ প্রায় ১ ঘন্টা মানববন্ধন ও সমাবেশ করেন। সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ।
সমাবেশে বক্তব্য দেন, ব্যারিস্টার স্যায়েদুল হক সুমন, হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সজীব আলী ও ডা. শেখ আবদুল মুকিত। বক্তারা কামাল মিয়ার প্রকৃত খুনিদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।