নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামের রাজিব দত্তের পুকুরে মঙ্গলবার দিবাগত গভীর রাতে বিষ ফেলে প্রায় দেড় লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে।
বুধবার (৫ আগষ্ট) সকালে রাজিব দও পুকুরের সব মাছ পানির উপরে দিকে ভেসে উঠতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে জড়ো হন।
রাজিব দত্ত জানান, কে বা কারা তার ক্ষতি সাধনের উদ্দেশ্যে পুকুরে বিষ প্রয়োগ করে। রাজিব দও বদরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। রাজিব দও আরো জানান তার কারো সাথে কোন শত্রুতা নেই। তদুপরি কেন তার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হলো তিনি বুঝে উঠতে পারছেন না।স্থানীয় লোকজন এই নেক্কারজনক ঘটনার নিন্দা জানিয়েছেন ।
মিঠু/দৈনিক শায়েস্তাগঞ্জ/টিটু