ইংল্যান্ডের ক্লাব ন্যান্তউইচ টাউনের হয়ে ওয়ানডে ম্যাচে একাই ৩৫০ রান করে বিশ্ব রেকর্ড গড়লেন লিয়াম লিভিংস্টোন। রোববার ন্যাশনাল ক্লাব চ্যাম্পিয়নশীপে ক্ল্যাডির বিপক্ষে ৪৫ ওভারের ম্যাচে সাত উইকেট হারিয়ে ৫৭৯ রান করে ন্যান্তউইচ।
ল্যাঙ্কাশায়ারের দ্বিতীয় সারির এ দলে লিয়াম মাত্র ১৩৮ বলে ৩৪টি চার ও ২৭টি ছক্কার বিনিময়ে এ রেকর্ড রান করেন। আর ল্যাঙ্কাশায়ার ক্লাব বিশ্বাস করে, ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
এদিকে ন্যান্তউইচ এই বিশাল রান সংগ্রহ করলেও পরে ব্যাট করতে নামা ক্ল্যাডি মাত্র ৭৯ রান করলে ৫০০ রানের জয় পায় দলটি।
লিয়ামের এটি সর্বোচ্চ রানের ইনিংস হলেও এর আগে তিনি ল্যাঙ্কাশায়ারের দ্বিতীয় বিভাগের একাদশের হয়ে ২০১৩ সালে ২০৪ রানের আরো একটি ইনিংস খেলেছিলেন।
এর আগে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ভারতের নিখিলেশ সুরেন্দারের। তিনি ২০০৮ সালে ভারতের স্কুল ক্রিকেটে হায়দ্রাবাদের হয়ে ৩৩৪ রান করেছিলেন।