নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মুজিব বর্ষ উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগ বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে।
সোমবার ২৭জুলাই সকাল সাড়ে ১১টায় বানিয়াচং জনাব আলী সরকারী (ডিগ্রী) কলেজ চত্বরে বৃক্ষরোপন কার্যক্রমের মাধ্যমে কর্মসূচীর উদ্ভোধন করা হয়েছে।
বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এবং বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টারের সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক ইকবাল হোসেন খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, জনাব আলী কলেজ অধ্যক্ষ শাফিউজ্জামান প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি বিপুল ভূষন রায়, যুগ্ম সাধারন সম্পাদক আংগুর মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও দূযোর্গ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবুল হোসেন, সাংবাদিক ফোরাম বানিয়াচং উপজেলা সভাপতি ফরহাদ হোসেন সুমন ও সাংবাদিক নেতৃবৃন্দ।২নং উত্তর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোত্তাকিম বিশ্বাষ, ১নং উত্তর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগ সাধরণ সম্পাদক কৃষ্ণ দেব, ছামির আলী, শিক্ষক আলী রহমান, আব্দুস সাত্তার , নিজাম উদ্দিন।
এসময় বৃক্ষরোপন কর্মসূচীতে কাঠাল,পেয়ারা সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়েছে।
রুমন/দৈনিক শায়েস্তাগঞ্জ/এন এইচ