নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের বন্যা কবলিত দুর্দশাগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।
জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) উপজেলার স্নানঘাট ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শনকালে হবিগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে দুর্দশাগ্রস্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।
এছাড়াও বন্যায় আক্রান্ত ব্যক্তিদের স্কুলঘরে সরিয়ে নেয়ার ব্যবস্থা করা ছাড়াও বন্যাকবলিত জলাবদ্ধ বাড়িঘর তিনি পরিদর্শন করেন।
এতদভিন্ন তিনি জানান, বন্যার্তদের মাঝে শুকনা খাবার ও ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব ইয়াকুত মিয়া, স্নানঘাট ইউনিয়ন চেয়ারম্যান ফেরদৌস আলম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার।
উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার প্লাবিত মানুষদের উদ্দেশ্যে বলেন, “শিশুদের সাবধানে রাখুন, পানি থেকে দূরে রাখুন।