প্রেস নিউজ : ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে গত শুক্রবার ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক সোহেলের মৃত্যুতে শায়েস্তাগঞ্জ-দেউন্দি রোড অটোরিক্সা সিএনজি মালিক চালক কল্যাণ সমিতি গত শনিবার সকাল-সন্ধ্যা সিএনজি চালানো বন্ধ রাখে। ওইদিন বিকেল ৪টায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে সমিতির আহবায়ক মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও প্রভাষক মোঃ জালাল উদ্দিন রুমির পরিচালনায় এক শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুর রকিব, সাবেক সভাপতি মুখলেছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জামাল আহমেদ, আলহাজ্ব সবুজ তরফদার, মুরুব্বি হাজী সফিকুর রহমান, আনোয়ার আলী, আব্দুল কুদ্দুছ, মনু মিয়া, কুতুব আলী, টুটুল মিয়া, জুয়েল মিয়া, সমসু মিয়া, দুলাল মিয়া ও হাফেজ মুশাহিদ আলী। সভায় সোহেলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং অটোরিক্সা সিএনজি মালিক চালক কল্যাণ সমিতির পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। শেষে সোহেলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন আলেমে দীন হযরত মাওঃ আব্দুল হাই নূরী।