নবীগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের বাশডর (দেবপাড়া) গ্রামের জাহির আলী হত্যা মামলার আসামি মনর মিয়াকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
মৌলভীবাজার জেলার লামাতাশি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি অপারেশন মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ জাহির আলী হত্যা মামলার আসামি মনর মিয়াকে গ্রেফতার করে।
নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের বাশডর (দেবপাড়া) গ্রামে বিজনা নদীর জমহাল নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে বৃদ্ধ জাহির আলী (৭৫) নিহত হন। ঘটনায় নিহতের ছেলে আরস আলী বাদী হয়ে ৯২ জনের নাম উল্লেখ করে গত ১৭ জুলাই নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য, জাহির আলী হত্যা মামলায় মনর মিয়াসহ এ পর্যন্ত ১৫ জন কে আটক করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
এএইচএম/কেএআর/দৈনিক শায়েস্তাগঞ্জ