নিজস্ব প্রতিবেদক : আজমিরীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থদের পরিদর্শন করতে মাঠে নেমেছেন ইউএনও মো. মতিউর রহমান খান। গত কয়েকদিনে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে আজমিরীগঞ্জের কুশিয়ারা, কালনী নদীতে দিন দিন পানি বৃদ্ধি পাচ্ছে ৷প্রতিদিন প্লাবিত হচ্ছে রাস্তা ঘাট ও গ্রাম।
এর প্রেক্ষিতে মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ৫টায় উপজেলার বদলপুর ইউনিয়নের আজাদপুর গ্রামে পানি বন্দি লোকজনের অবস্থা সরেজমিনে পরিদর্শনে যান ইউএনও মো. মতিউর রহমান খান ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলীসহ ইউপি সদস্য এবং স্থানীয় নেতৃবৃন্দ। পানি বন্দি ৩০ টি পরিবারের অবস্থা পর্যবেক্ষণ করে তাদের দ্রুত ত্রাণ কার্যক্রমের আওতায় আনার নির্দেশনা প্রদান করেন তিনি।