চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে নালুয়া পূর্ব টিলায় বাপ্পী স্যানেটারীর উদ্যোগে এইচপি(আশার)সহযোগীতায় স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারের উপর গতকাল রবিবার ৪ঘটিকায় উঠান বৈঠক অনুষ্টিত হয়।
বাপ্পী স্যানেটারীর প্রোপাইটার মোঃ দিদার হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন আশা কমপ্লেক্সের সিনিয়র ট্রেনিং অফিসার মিজানুর রহমান ও শংকর দা। পিল্ড অফিসার কামরুল হাসান শামীম ও আসামপাড়া আশার ম্যানেজার।
উল্লেখ্য যে, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার এখন চুনারুঘাটের ২নং ইউপি সহ প্রায় বিভিন্ন স্থানে ব্যাপক প্রচার ও প্রসার চরিয়েছে।