আজিজুল ইসলাম সজীবঃ একদল তরুণ মূলধারার সাংবাদিকদের নিয়ে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার সাংবাদিক ফোরাম এর ২০২০-২০২১ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে উপজেলা সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়।
মোঃ সেন্টু আহমেদ জিহানের সভাপতিত্বে ও তোফাজ্জুল আহমেদের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সর্ব সম্মতিক্রমে সভাপতি এবং সাধারণ-সম্পাদক নির্বাচিত করে কার্যকমিটি গঠন করা হয়েছে।
সভাপতি :- দৈনিক হবিগঞ্জ সমাচার এর আজমিরীগজ্ঞ উপজেলা প্রতিনিধি মোঃ সেন্টু আহমেদ জিহান।
সাধারণ সম্পাদক :- জাতীয় দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার আজমিরীগজ্ঞ উপজেলার প্রতিনিধি এবং সত্যকন্ঠ ডট কম এর বিশেষ প্রতিনিধি মোঃ তোফাজ্জুল আহমেদ অনিককে নির্বাচিত করে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরাম’র কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক বর্তমান দিনকাল ও শব্দকথা ২৪. কমের আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি এস কে কাওছার কে প্রচার ও প্রকাশনা বিষয়য়ক সম্পাদক, হবিগঞ্জ জার্নাল এর আজমিরীগঞ্জ প্রতিনিধি টিপু বনিক কে দপ্তর সম্পাদক ও অনলাইন তরফ নিউজের আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি উম্মে আরাকে কার্য নির্বাহী সদস্য করে কমিটি গঠন করা হয়।