চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট প্রেসক্লাবের একাধিক নির্বাচিত সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক যায়যায়দিন ও সিলেটের ডাকের চুনারুঘাট প্রতিনিধি মোঃ জামাল হোসেন লিটন সড়ক দুর্ঘটনার গুরুত্বও আহত হয়েছেন।
জানা যায়, রবিবার সকাল ১১টায় মোঃ জামাল হোসেন লিটনের ছোট ভাই সাব্বির হোসেন লিজনের অপারেশনের জন্য সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে ভর্র্তি ছিল এবং মোঃ জামাল হোসেন লিটন ছোট ভাইয়ের পাশে ছিলেন। তিনি নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল রোডে চলার সময় মোটর-সাইকেল ও সিএনজি মুখামুখি সংঘর্ষ হলে মোটর-সাইকেলটি মোঃ জামাল হোসেন লিটনের উপর পড়লে তিনি গুরুত্ব আহত হন।
আহত অবস্থায় মোঃ জামাল হোসেন লিটনকে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভার্তি করা হয়।