আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন।
বৃহঃস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্টিত হয়।
এ সময়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মতিউর খাঁন আজমিরীগঞ্জে সার্বিক পরিস্হিতি নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।
এ সময় উপস্হিত ছিলেন আজমিরীগঞ্জ প্রেসক্লাব সভাপতি স্বপন বনিক(ভেরের কাগজ), সহ সভাপতি আবু হেনা (যায় যায় দিন) সাংবাদিক এনামুল হক মিলাদ (একাত্তরের কথা,সিলেট ভয়েস) ,সেন্টু আহমেদ জিহান(হবিগঞ্জ সমাচার),দিলোয়ার হেসেন(আমার হবিগঞ্জ),রুজেল আহমেদ(হবিগঞ্জের জননী) রাইসুল ইসলাম নাঈম (সিলেট বার্তা) প্রমুখ।
এ এইচ এম/ দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম /এস এইচ