নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবলে স্বাস্থ্য বিধি না মানাসহ বিভিন্ন অভিযোগে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদলত।
সোমবার উপজেলার বাহুবল বাজার, মৌচাক, ডুবাঐ বাজার, পুটিজুরী বাজার, চলিতাতলা, হামিদনগর, এবং হরিতলা বাজার কঠোরভাবে তদারকি ও নজরদারি করা হয়।
এ সময় মাস্ক না পরায় এবং অতিরিক্ত যাত্রী বহন করে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় না রাখায় মৌচাকে এক সিএনজি ড্রাইভারকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও হামিদনগর ও হরিতলা বাজারে মাস্ক না পরায় এবং রাত ৯ টায়ও দোকান খোলা রেখে ব্যবসা চালু রাখায় দু’জন ব্যবসায়ীকে মোট ২০০০ টাকা জরিমানা করা হয়।
পুটিজুরী ও ফয়জাবাদে অবৈধ ভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল।