মোঃ রহমত আলী, হবিগঞ্জ: হবিগঞ্জের তেঘরিয়ায় হাওরে হাঁস চড়ানো নিয়ে দু’গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৫০ জন লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় ইসলাম খা(৪৫), শামীম আহমেদ (২৬), মদরিছ মিয়া (২৫) ও আব্দুর আমিন (৪৫), নাজিম উদ্দিন (৩৬), জাহাঙ্গীর মিয়াকে(৩০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনান্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টায় হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের চড়গাও গ্রামের ইসলাম খা ও আব্দুল আমিন গ্রামের পার্শবর্তী হাওরে তাদের খামারের কিছু হাঁস চড়াতে নিয়ে যায়। এসময় নোয়াগাও গ্রামের নাজিম উদ্দিন ও জাহাঙ্গীর একই স্থানে তাদের কিছু হাঁস চড়াতে নিয়ে যায়। উসলাম খা দাবী তুলেন তার খামারের কয়েকটি হাঁস নাজিম উদ্দিনের হাঁসের সাথে চলে গেছে। অনুরূপ নাজিম উদ্দিনও ইসলাম খাকে জানায়।
এ নিয়ে দু’পক্ষের বাক বিতন্ডা করে উত্তেজনায় ছড়িয়ে পরে। বিষয়টি তাদরে আত্মীয়দের মাঝে জানাজানি হলে দু’পক্ষের মাঝে সংঘর্ষে মোড় নেয়। দু’দলই টেটা, পিকল রামদাসহ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হাওরে সংঘর্ষে জড়িয়ে পরে। প্রায় ঘন্টা ব্যপী চলাকালিন সংঘর্ষে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। অনান্য এলাকার লোকজন এসে তাদের সংঘর্ষ নিয়ন্ত্রণ করেণ।