নিজস্ব প্রতিনিধি : শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় আগুনে সিএনজিচালিত একটি অটোরিকশা পুড়ে গেলেও অল্পের জন্য এর ৫ যাত্রী লক্ষা পেয়েছেন।
জানা যায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় শায়েস্তাগঞ্জ রেল পার্কিং এলাকা থেকে একটি অটোরিকশা (নং হবিগঞ্জÑথÑ১১Ñ০৯৯১) ৫ যাত্রী নিয়ে নসরতপুরের উদ্দেশ্য রওয়ানা হয়। পথিমধ্যে কদমতলী এলাকায় হঠাৎ অটোরিকশাটির পেছনে আগুন ধরে যায়।
এ সময় চালক মোঃ আজিজ মিয়াসহ অপর ৫ যাত্রী অটোরিকশা থেকে নেমে যায়। এর কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ অটোরিকশায় আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, অটোরিকশাটির মালিক শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচর গ্রামের মোঃ কুতুব আলী।