নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচংয়ে অপহরণ ও জিম্মি মামলার পলাতক আসামী মশিউর রহমান (৩২)কে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার দিবাগত গভীর রাতে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিমের নেতৃত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন, ওসি (তদন্ত) প্রজিত কুমার দাসসহ একদল পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় আদর্শ বাজার থেকে তাকে আটক করে। সে উপজেলার সাগর দিঘীর দক্ষিণ পাড়ের মঞ্জিল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে পূর্বে বানিয়াচং থানায় দায়েরকৃত মামলা নং ১১, তারিখ ১২/০৬/২০২০।
পুলিশ জানায়- গ্রেপ্তারকৃত মশিউর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দী প্রদান করেছে। এছাড়া ইতোপূর্বে মামলার অন্য চার আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ জুন সন্ধ্যায় আজমিরীগঞ্জ উপজেলার আনিসুর রহমান রাম্মি নামের এক যুবককে গ্রেপ্তারকৃত মশিউরসহ একটি সংঘবদ্ধ চক্র অপহরণ করে মুক্তিপণ আদায় করে। ওই রাতেই বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিমের নির্দেশনা ও তত্ত্বাবধানে অপহরণ হওয়া যুবককে জিম্মি দশা থেকে মুক্ত করা হয়।
দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম/০৪ জুলাই ২০২০/এস এইচ