হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচঙ্গে স্কুল শিক্ষিকাকে উত্যক্ত করার অভিযোগে সহকারি কমিশনার (ভূমি) বানিয়াচঙ্গ ইফফাত জামান আরা উর্মি ভ্রাম্যমান আদালতে বখাটে মুহিত মিয়াকে কারাদন্ড প্রদান ।
সাজাপ্রাপ্ত আসামী হল :- বানিয়াচঙ্গ উপজেলার কালিকাপাড়া গ্রামের মুছাব্বির মিয়ার পুত্র মুহিত মিয়া ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত বানিয়াচঙ্গ উপজেলার কালিকাপাড়া গ্রামের মুছাব্বির মিয়ার পুত্র মুহিত মিয়া জনৈক স্কুল শিক্ষিকাকে স্কুলে আসা-যাওয়ার সময়ে রাস্তায় দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল।
বুধবার (০১ জুলাই) ঐ স্কুল শিক্ষিকা বখাটের মুহিত মিয়ার অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে একটি অভিযোগ দেন বানিয়াচঙ্গ উপজেলা নির্বাহী অফিসার ও বানিয়াচঙ্গ থানায়।
এরই প্রেক্ষিতে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ এমরান সাথে সাথে বখাটে মুহিত মিয়াকে গ্রেফতার করতে নির্দেশে দেন। ঐ বখাটেকে ধরতে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ইফফাত জামান আরা উর্মির নেতৃত্বে বানিয়াচঙ্গ থানা পুলিশ এড়ালিয়ার মাঠ থেকে সন্ধ্যায় মুহিতকে গ্রেফতার করে।
পরে সহকারি কমিশনার (ভূমি) বানিয়াচঙ্গ ইফফাত জামান আরা উর্মির ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত বখাটে মুহিত মিয়াকে ২ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড কারাদন্ড প্রদান করা হয়।
এ ব্যাপারে সহকারি কমিশরার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক ইফফাত জামান আরা উর্মি বলেন বাংলাদেশ দন্ড বিধির ১৮৬০ এর ৫০৯ ধারা লঙ্ঘন করার অপরাধে ২ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম /০১ জুলাই ২০২০/এস এইচ