নবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ১৫ জন। এনিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৭১জন।
আজ বুধবার (০১ জুলাই) দুপুরে খবরটি নিশ্চিত করেছেন নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা: মো: আব্দুস সামাদ ।
আক্রান্তরা হলেন, ডাক্তার, নবীগঞ্জ থানায় কর্মরত এক পুলিশ, নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মী, নার্সসহ ১৫ জন। এনিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭১ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৪ জন।সন্ধ্যায় আরেকটি রিপোর্ট আসার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন ডাঃ আব্দুস সামাদ।
দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম/০১ জুলাই ২০২০/এস এইচ