হলিউডের আলোচিত অভিনেত্রী কিম কার্দাশিয়ানের সঙ্গ চান সৌদি যুবরাজ। রাজ পরিবার সূত্রে জানা যায়, এ জন্যে ১ মিলিয়ন ডলারও ব্যয় করতে রাজি আছেন যুবরাজ।
সম্প্রতি নগ্ন ফটোশ্যুট চারদিকে সমালোচিত হয়েছেন কিম। এর ফলে তার ক্যারিয়ারও হুমকির সম্মুখীন। অন্যদিকে কিমের যখন এই অবস্থা তখন তাকে একটি নাইট পার্টিতে সঙ্গী হিসেবে পেতে চাইছেন সৌদি যুবরাজ।
সূত্র জানায়, সামাজিক যোগোযোগ মাধ্যম ব্যবহার করে সৌদি যুবরাজ কিম কার্দাশিয়ানের কাছে একটি ম্যাসেজ পাঠান। এতে তিনি লিখেন, ‘আমি সৌদি এবং আমি তোমাকে প্রতি রাতে ১ মিলিয়ন ডলার দিব।’
এদিকে সমালোচকরা বলছেন এটা নতুন কিছু নয়। যখনই কিম কার্দাশিয়ান কোনো কারণে বিতর্কের সম্মুখীন হন, তখনই তাকে এ ধরনের প্রস্তাব দেয়া হয়।