নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ বাহুবল থেকে ১৬ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।বুধবার রাত সাড়ে ১০টাইয় বাহুবল থানাধীন আব্দুল্লাহপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় নগদ ১৮০০ টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়।গ্রেপ্তারকৃত মো. নুরুল আমিন ওরফে রুমন (১৮) হবিগঞ্জের শায়েস্তানগর গ্রামের প্রয়াত আলমাস মিয়ার ছেলে।
র্যাব জানায়, উল্লিখিত ঘটনায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করে আলামত ও আসামিকে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করেছে।