প্রেস বিজ্ঞপ্তিঃ করোনা জয় করলেন চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রলীগ নেতা ও অনুশীলন শিক্ষা সামাজিক সেবামূলক প্রয়াসের সভাপতি সায়েম তালুকদার।
জানা যায়, গত ১৬ জুন রাতে কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার এর করোনা পজিটিভ আসে। নতুন রিপোর্টে তার নেগেটিভ আসে।
কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার জানান, আমি সকলের দোয়া ও আশীর্বাদে করোনা মুক্ত হয়েছি। আমি এখন অনেকটাই সুস্থ আছি।
তিনি পৌরশহরের বাল্লারোডের মৃত আবুল কালাম এর তালুকদার পুত্র।
উলেখ্য যে – তিনি অসুস্থ থাকাকালীন সময়ে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী, হবিগঞ্জ – ৪ আসেন সংসদ সদস্য এড. মাহবুব আলী, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর সহ রাজনৈতিক-সামাজিকসহ বিভিন্ন মহলে মানুষজন সায়েম তালুকদারের সুস্থতা কামনা করেন এবং খোঁজখবর নেন বলে জানান তিনি।