চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটে বিলুপ্তির হতে চলছে পুরোনো দিনের মাটির তৈরী ঘর। একসময়ে উপজেলার মানুষের একমাত্র বাসস্থান ছিলো মাটির তৈরী ঘর। বর্তমানে ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে বিলুপ্তি হয়ে যাচ্ছে এসব মাটিরঘর।
উপজেলার রামগঙ্গা চা বাগান, লস্করপুর চা বাগান, চান্দপুর চা বাগান, বেগমখান চা বাগান, কাপাই চা বাগান ও কালেঙ্গা চা বাগানসহ বেশকয়েকটি চা বাগানে সরেজমিনে গিয়ে
দেখা গেছে একনও চা শ্রমিকরা মাটির ঘরে বসবাস করছেন। বিমল মাল, সত্যকুমার তন্তুবায় ,জগো তন্তুবায়, রাজু চৌহান, টুনু মুন্ডা, সঞ্জয় মুন্ডা, গোপেশ মুন্ডা, ভক্ত কালিন্দী, বিপন মুন্ডা, আপন কালিন্দী ও রমা গোযালাসহ বেশ কয়েকজন চা শ্রমিক জানান, চা বাগানগুলিতে এখনও অনেক পুরনো দিনের মাটির তৈরী ঘর রয়েছে। বর্তমানে চাবাগানগুলিতে এধরনের মাটিরঘর বিলুপ্তি হয়ে যাচ্ছে।
অনেক চা শ্রমিকেরা তাদের নিজেদের মত করে সাজিয়ে মাটিরঘর তৈরী করছে। আবার নিজ অর্থায়নে পাকাঘর তৈরী করছে।
কিন্তু পাকাঘরের চেয়ে মাটির ঘরেই শান্তি, আরাম আয়েশ ছিলো। এখন প্রায় বিলুপ্ত এসব ঘর।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিৎ রায় দাশ জানান, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে উপজেলায় এখন বিলুপ্তি হয়ে গেছে পুরনো দিনের মাটির ঘর। এমন সময় আসবে এসব মাটিরঘর আর চোখের নজরে আসবে না।