বিশেষ প্রতিনিধি (যুক্তরাজ্য) : যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ও ব্রিকলেন জামে মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান চৌধুরী আর নেই (ইন্নালি লাহি….রাজিউন)।
তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর
বড় ভাই। গতকাল বুধবার রাত ১০টা ৫০ মিনিটে তিনি যুক্তরাজ্যের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রাম নিবাসী মরহুম আলহাজ্ব আব্দুল মতলিব চৌধুরীর ২য় পুত্র।
শোকপ্রকাশ : বিশিষ্ট কমিউনিটি নেতা আতাউর রহমান চৌধুরীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পলী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।