সৈয়দ হাবিবুর রহমান ডিউক: সিলেটের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ।
সোমবার (১৫ জুন) এক বিবৃতিতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও এডভোকেট মো: আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী এক বিবৃতিতে শোক জানিয়েছেন।জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মো: আবু জাহির এমপি বলেন, বদর উদ্দিন আহমেদ কামরানের মৃত্যুতে সিলেট বিভাগ আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মীকে হারাল। উনার করুণ মৃত্যুতে সারা সিলেটবাসীবাসীর এক অপূরণীয় ক্ষতি হয়েছে যা পূরণ হবার নয়।
আমি হবিগঞ্জ আওয়ামী পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানিয়ে উনার মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি।