শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: ‘যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধ’ এই শ্লোগানে শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠী বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখকে বরণ করে নিয়েছে।
মঙ্গলবার শায়েস্তাগঞ্জ পৌর শহীদ মিনার (রেল কলোনী স্কুল) প্রাঙ্গণে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাঙালীর এ ঐতিহ্যকে বরণ করেছে সংগঠনটি।পহেলা বৈশাখ সকাল ৯টায় সংগঠনের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক ঘুরে পৌর শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
সংগঠনের মিজানুর রহমান সুমন ও ফখরুল হামিদের সঞ্চালনায় শিশু শিল্পীদের পরিবেশনায় বৈশাখের গানের মধ্যে দিয়ে অনুষ্ঠান মালা শুরু হয়।
রাত ৯টায় সংগঠনের সাধারণ সম্পাদক হারুন সাঁই’র সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এডভোকেট হুমায়ূন কবীর সৈকত।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-লাখাই নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো: আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা পষিদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, পৌর আওয়ামী লীগের সভাপতি মো: ছালেক মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর আহমেদ জুয়েল, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সদস্য কিতাব আলী শাহীন।
এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ একেএম সুফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, আব্দুল মুকিত, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক, প্রভাষক জালাল উদ্দিন রুমি প্রমূখ।
সঙ্গীত পরিবেশন করেন ফারুক দেওয়ান, বাউল আব্দুল হাই, রত্না বাউল, রুনা, জালালী সালমা, নুপুর, কাজল বৈদ্য, মীর সজল, জুম্মান, শাহীন, জাকারিয়া, প্রনেসজিৎ, কবি হাবিব, আল আমিন,জনি রাণী, নোমান, বাবুল, আক্তার,দেলোয়ার,কাওছার,কামরুল হাসান প্রমূখ। নৃত্য পরিবেশন করে সুজাত,চয়ন,সিরাজুল,সামিয়া,অহনা,নাহফিদ,বৃষ্টি,প্রদ্মশ্রী ও কুহিনুর।সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জিতু আহমেদ মাখন,রাজু বিশ্বাস,সিরাজ সৈকত,মুখলেছুর রহমান,আশফাকুর রহমান পলিন,আব্দুল আহাদ,মো: ইউনুস, কাসেম আলী,হাবিবুর রহমান হারুন প্রমূখ।