নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামি দিপু মিয়াকে (৩৮) আজ শুক্রবার (১২ জুন) ভোরে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত দিপু উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের রয়ফর উল্লাহ’র পুত্র।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দিপুর বিরুদ্ধে নবীগঞ্জ থানায় ডাকাতি ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন যাবত তিনি পলাতক ছিলেন। শুক্রবার ভোরে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন, এসআই. শাহজাহান আহমেদ ও এএসআই. আব্দুস সামাদ আজাদের নেতৃত্ব একদল পুলিশ অভিযান পরিচালনা করে দিপুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, দিপুকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।