বিশ্বনাথ প্রতিনিধি : স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিশ্বনাথে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও যুক্তরাজ্য ইলিয়াস মুক্তি পরিষদের সদস্য সচিব তৈমুছ আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামিমুর রহমান রাসেলের পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৈমুছ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহ- সভাপতি আবুল কালাম কছির, যুক্তরাজ্য বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা মুক্তিযোদ্ধাদলের সদস্য সচিব কলমদর আলী, বিএনপি নেতা ইকবাল হোসেন, মোতাহির আলী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবদুল লতিফ, উপজেলা ছাত্রদলের সদস্য খালেদ আহমদ, সংগঠক শাহিন আহমদ,সামাদ মিয়া প্রমূখ।