বাহুবল থেকে সংবাদদাতা : হবিগঞ্জের বাহুবলে করাঙ্গী নদীর ভাংগনে জনচলাচলের একটি পাকাসড়ক নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে জনচলাচল হুমকির মুখে রয়েছে। বাহুবল উপজেলা সদরের বিশ্বরোড টু ভেড়াকাল গ্রামে যাবার পথে লোহাখলা গ্রামের কাছে এ ভাংগনের সৃষ্টি হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান পানি উন্নয়ন বোর্ড হবিগঞ্জ এর এস ডি শোভন সহ ভাংগন এলাকা পরিদর্শন করেন। এ সময় এলাকাবাসী ভাংগন রোধে দ্রুত গাইড ওয়াল নির্মাণের দাবি জানান। এলাকাবাসী জানান দ্রুত ব্যবস্হা না নিলে এ সড়কে ৪/৫ টি গ্রামের বাসিন্দাদের চলাচল বন্ধ হয়ে পড়ার আশংকা বিরাজমান।