বাহুবল (হবিগঞ্জ)প্রতিনিধিঃ বাহুবল উপজেলার ঢাকা -সিলেট মহাসড়কের বাগানবাড়ী এলাকায় টমটমযোগে পাচারকালে ৩৬ বস্তা ওএমএস এর চাউল জব্দ করা হয়েছে। ১৯ মে মঙ্গলবার সন্ধায় গোপন সুত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার ও সহকারী কমিশনার ( ভুমি) খৃস্টফার হিমেল রিছিল অভিযান চালিয়ে এ চাউল জব্দ করেন।
এসময় চাউল পাচারে ব্যবহৃত ৩ টি টমটমও জব্দ করা হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার জানান, চাউলগুলো কোথায় থেকে এসেছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
জানা গেছে, বাহুবল উপজেলার নন্দনপুর বাজারের ডিলার স্থানীয় চন্দনিয়া গ্রামের বাসিন্দা জনৈক তাহির মিয়া গোপনে মিরপুর বাজারের কথিত এক ব্যবসায়ীর নিকট বিক্রির জন্য টমটমযোগে নিয়ে যাচ্ছিলেন। এসময় গোপন সুত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার দ্রুত অভিযান পরিচালনা করে মহাসড়কের বাগানবাড়ি নামক স্থান থেকে চাউলগুলো জব্দ করেন।
৩৬ বস্তা ওএমএস এর চাউলসহ ৩ টমটম জব্দ
এসময় ৩ টি টমটমও আটক করা হয়। প্রশাসনের জিজ্ঞাসাদে টমটম চালকরা চাউলের মালিক তাহির মিয়ার নাম জানায়।
এ রাত ১১ টায় এ রিপোর্ট লেখাকালে মুল পাচারকারীকে গ্রেফতারের চেষ্টা চলছিল।
অপরদিকে ভাদেশ্বর ইউনিয়নের ছায়েদ মিয়া নামের অপর এক ডিলারের বিরুদ্ধেও চাউল বিতরণে অনিয়মে অভিযোগ রয়েছে। সোমবার ওই ইউনিয়নে খাদ্যবান্ধব চাউল ওজনে কারচুপির অভিযোগ রয়েছে।
এদিকে ডিলার না আসলে বুধবার জব্দকৃত চাউলে ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।