সৈয়দ আখলাক উদ্দিন মনসুরঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায় কোর্ট আন্দর জহুরুন্নেছা-মতিন ক্লিনিকের উদ্যোগে ও নাবিক ইউ এস এ অর্থায়নে এলাকার তিন শতাধিক হত দরিদ্র দিন মজুর, কর্মহীন ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নে কোর্ট আন্দর মরহুম দেওয়ান সৈয়দ আব্দুল মতিন-জহুরুন্নেছা তরফদার স্বরণে কোর্ট আন্দর সহ আশপাশ এলাকা নিয়ে প্রতি বছরের ন্যায় এবারো কোর্ট আন্দর জহুরুন্নেছা-মতিন ক্লিনিকের সমূহে নাবিক ইউ এস এ অর্থায়নে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন দেওয়ান সৈয়দ বাছিত ফাউন্ডেশন সভাপতি দেওয়ান সৈয়দ আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক পীরজাদা সৈয়দ মওদুদ আহমেদ, কোর্ট আন্দর হযরত সৈয়দ শাহ গেছুদারাজ ওরফে লুতশাহ (রহঃ) মাজার শরীফের সভাপতি মোঃ আমির চান খাঁ, কোর্ট আন্দর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রুকনউজ্জামান, দৈনিক হবিগঞ্জ সমাচার স্টাফ রিপোর্টার মোঃ দিদার এলাহী সাজু, শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, জহুরুন্নেছা-মতিন ক্লিনিকের স্বেচ্ছাসেবক দেওয়ান সৈয়দ মাহমুদুল হাসান, জাহাঙ্গীর আলম সবুজ প্রমুখ।