আজিজুল হক সানু, বাহুবল (হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবলে শিশু বাচ্চায় ডুবায় হারিপাতিল ধুয়ার অভিযোগে স্বামী-স্ত্রী সহ একই পরিবারের ৩জনকে মারধর ও বসত ঘর ভাংচুর করে মালামাল লুঠে নেয় একই গ্রামের ৩২ ঘরের বাসিন্দারা। এ ঘটনার পর ওই পরিবারটি গৃহহীন হয়ে শিশু সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। কিন্তু এখনো এলাকায় কোন সুবিচার পাওয়ার খবর পাওয়া যায়নি।
ঘটনাটি ঘটেছিল গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে বাহুবল উপজেলার রামপুর দক্ষিন টিলায়।
জানা যায়, উপজেলার রামপুর দক্ষিন টিলায় রতন রবিদাস তার ৫মেয়ে ও ২ ছেলে সহ স্ত্রী কে নিয়ে রামপুর দক্ষিন টিলায় অসহায়ত্ব অবস্থায় দিন কাটাতে চলছে। বাগানে শ্রম বিক্রি করে যা পায় তা দিয়ে কোন রকম স্ত্রী সন্তানদের মুখে হাঁিস ফুঠাতে চেষ্টা করে। সন্তানদের লেখাপড়া করানো দুরের কথা পেট ভরে তিন বেলা ভাতই জোটেনি। কিন্তু গ্রামের মনা, ভজন ও নারায়ন সহ ৩২টি পরিবার রতন রবিদাসের প্রতি আকোশাম্বিত হয়ে উঠে নানা ভাবে হয়রানীর নির্যাতন করতে থাকে। এতে রতন পরিবার এক প্রকার জিন্মি অবস্থায় পড়ে। কোন প্রতিবাদ করতে না পেরে নিরবেই প্রতিপক্ষের যন্ত্রনা সহ্য করে চলছে।
নিরুপায় হয়ে পড়ে ওই পরিবারটি। গত ৭ এপ্রিল মঙ্গলবার বিকেল ৫ টার দিকে মনা, ভজন ও নারায়ন সহ ৩২ ঘরের লোকজন রতন রবিদাসের বাড়িতে হামলা ও লুঠপাট চালায়। ওই সময় হামলাকারীরা ঘরে থাকা জিনিষপত্র লুঠে নেয়া সহ বসত ঘরটি ভেঙ্গে চুরমার করে দেয়। এছাড়াও ঝর্না নামে এক কিশোরীকে শ্লীলতাহানী করে দুস্কৃতিকারীরা। হামলায় আহত রতন রবিদাস ও তার স্ত্রী গৌড়ি রবিদাস সহ জ্যেৎসনা নামে এক কিশোরী আহত হয়ে এখনো বাহুবল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
একটি সূত্র জানায়, বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই এ বিষয়টি আপোষে মীমাংসার চেষ্টা করছেন।