দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :: জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বাবনগাওয়ে বিরেন্দ্র দেবনাথ(৩৫) নামের এক ব্যক্তি বজ্রপাতে নিহত হওয়ার খবর পাওয়া গেছে । নিহত ব্যক্তি বাবনগাওয়ের দিনবন্ধু বৈষ্ণবের ছেলে।
জানা যায়, বিরেন্দ্র দেবনাথ একজন সাধারণ কেটে খাওয়া মানুষ। এলাকার একটি হাসের ফার্মে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে বিরেন্দ্র দেবনাথ হাস আনতে মাঠে যান। হাস নিয়ে ফার্মে আসার পথে তার উপর ব্জ্র পরলে ঘটনাস্থলেই তিনি মারা যান৷
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন বলেন, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়েছি। আমি ইউএনও মহোদয়কে বিষয়টি শুনিয়েছি। যতঠুকু পারা যায় সরকারিভাবে এই অসহায় পরিবারকে সাহায্য করা হবে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।