আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে আরফিন বেগম (২৫) নামের গৃহবধু গুরুতর আহত হয়েছেন ৷ তিনি উপজেলার সদর ইউনিয়নের মির্জাপুর আগলাহাঠি গ্রামের চঞ্চল মিয়ার স্ত্রী। স্
থানীয়সুত্রে জানাযায়, বুধবার ইফতারের পর সন্ধ্যা সাড়ে ৭ টায় খাবার পানি আনতে আলগাহাঠী থেকে নয়া হাটি যান আরফিন বেগম ৷যাওযার পথে রাস্তায় বৈদ্যুতিক খুটিতে বসানো ট্রান্সফর্মারটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আরেফিন বেগমের ওপর পড়লে তিনি মাঠিতে লুটিয়ে পড়েন৷
পরে স্থানীয়রা এগিয়ে এসে আরেফিন বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করেন৷ বর্তমানে আরেফিন বেগম উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ৷
সংশ্লিষ্ট ইউপি সদস্য সাহেল আহম্মেদ ঘঠনার সত্যতা নিশ্চিত করে করেছেন।