বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধি:ছুকেরা খাতুন। বয়স অনুমান ৬৫ হবে। পিতা মাতা কেউই বেচে নেই তার। বিধবা ওই নারীর নেই কোন সন্তানাদি।অসহায় এ নারী জীবিকার একমাত্র অবলম্বন ভিক্ষা বৃত্তি।
তবে আগের মতো আর তার পা চলেনা। এক গ্রাম থেকে আরেক গ্রামের দোয়ারে দোয়ারে হেটে ভিক্ষা বৃত্তি করাও অসম্ভব হয়ে উঠেছে তার। স্বাস্থ্যগত অবস্থাও তেমন ভাল নয়। রোগ সুখ লেগেই আছে।
বাহুবল উপজেলার ৭ নং ভাদেশ্বর ইউনিয়নের বিহারীপুর গ্রামে পৈত্রিক ভিটায় বাস করছেন এ অসহায় নারী। তার পিতার নাম মৃত মুনছব উল্লা।
স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম দুলালের মাধ্যমে ভোগ করছেন বয়স্ক ভাতা। সরকারি এ ভাতাই তার একমাত্র জীবন রক্ষার অবলম্বন।
এদিকে চলমান করোনায় সরকারী কোন ত্রান ভিক্ষুক ছুকেরা খাতুনের ভাগ্যে জুটেনি।
ছুকেরা খাতুন বলেন, বয়স্ক ভাতার সুবিধা ভোগ করায় নাকি তাকে দেয়া হচ্ছেনা করোনার ত্রান। অথচ এসব অসহায় মানুষের সাহায্যের জন্য সরকারি বরাদ্দের কমতি নেই।