নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ শহরের আব্দুল মতিন স্কয়ারে রবিবার বাদ জোহরকামারুজ্জামান এর গায়েবানা জানাযার নামাজ অনুষ্টিত হয়েছে।
নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াত আমীর মাওলানা আশরাফ আলীর ইমামতিতে জানাযার নামাজ শুরু হয়।
জানাযার নামাজের পূর্বে সভাপতির বক্তব্যে মাওলানা আশরাফ আলী বলেন, সরকার অন্যায়ভাবে এক কামারুজ্জামানকে শহীদ করেছে, কিন্তু তার প্রতি ফুটা রক্ত থেকে জন্ম নেবে হাজারো কামারুজ্জামান। বাংলাদেশে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ কামারুজ্জামানের প্রতিফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ।
পরে তিনি উপস্থিত সকল নেতাকর্মীদেরকে ধৈর্য্যরে সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান এবং কামারুজ্জামানের শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
এতে উপস্থিত ছিলেন পৌর জামায়াত আমীর সাইদুল হক চৌধুরী, মাওলানা মোস্তফা আহমদ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী শেফু, উপজেলা জামায়াত সেক্রেটারী জসিম উদ্দিন, পৌর সেক্রেটারী আব্দুল মুকিত পাঠান, জামায়াত নেতা আহমদ হোসাইন, শফিক মিয়া লেচু, মাওলানা লুৎফুর রহমান, এরশাদ আলী, মনিরুজ্জামান, মিজানুর রহমান চৌধুরী, লোকমান আহমদ, আলী বাহার, উপজেলা শিবির সভাপতি মোজাহিদুল ইসলাম, শিবির সাবেক সভাপতি ইকবাল হোসেন খাঁন, শিবির (পূর্ব) মহিউদ্দিন, সাবেক সভাপতি তারেকুল ইসলাম, কলেজ শিবির সভাপতি আলিমুল ইসলাম তালুকদার প্রমুখ।